করোনা আক্রান্তের খবর নেই, দাবি উত্তর কোরিয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একজন মানুষও করোনা ভাইরাসে আক্রান্ত হননি, এমনই দাবি উত্তর কোরিয়ার। তবে উত্তর কোরিয়া করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কতটা সফল হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা রয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রামিত হলেও উত্তর কোরিয়ায় এখনও পর্যন্ত সংক্রামিত হননি বলে দাবি করা হয়েছে। এমনই দাবি ওই দেশের সরকারের। তবে এই দাবি সত্যি কি না, তা যাচাই করা হয়নি। আবার উত্তর কোরিয়ার স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগের প্রধান পাক মিয়ং সু বলেছেন, “সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত আমাদের দেশে কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। এই ভাইরাস ছড়িয়ে পড়া শুরু হতেই আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। যারা বিদেশ থেকে এসেছে, তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা সীমান্ত বন্ধ করে দিয়েছি। আকাশপথ ও জলপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও এই কঠোর ব্যবস্থা জারি আছে। আমাদের দেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য আমাদের আরও ব্যবস্থা নিতে হবে।” উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাবি করেছেন, “করোনা ভাইরাস রুখতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”