‘কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি’র দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রামীণ ধর্মঘট। সূত্রের খবর, কেন্দ্রের সংশোধিত কৃষি আইন ও নতুন শ্রম কোড বাতিলের দাবিতে এ রাজ্যে আগামী ২৬ নভেম্বর গ্রামীণ ধর্মঘট ডেকেছে ‘কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি’র পশ্চিমবঙ্গ শাখা। এক্ষেত্রে আরও জানা যায়, ওই দিন সারা দেশে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি। সূত্রের আরও খবর, ১০০ দিনের কাজের প্রকল্পের পরিসর বৃদ্ধি করে গ্রামীণ এলাকায় ২০০ দিন ও শহর এলাকায় কাজের নিশ্চয়তার দাবিও তোলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ওই কমিটির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব দাবিগুলি নিয়েই ৪ নভেম্বর মৌলালির রামলীলা ময়দানে গণ-কনভেনশন হবে।

