গরিবদের জন্য পুলিশের ত্রাণ বিতরণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলিশের ত্রাণ বিতরণ। কলকাতা ট্র্যাফিক পুলিশ শহরের গরিব বস্তিবাসী ও ফুটপাতবাসীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল। সূত্রের খবর, যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওসি দেবাশিস দাস-সহ অন্য সার্জেন্টরা কলাবাগান বস্তি ও ঝোড়ো বস্তির প্রায় ২০০ বাসিন্দার হাতে চাল, সর্ষের তেল, ছোলা ও মশলার প্যাকেট তুলে দিয়েছে। পাশাপাশি ফুটপাতবাসীদের জন্য হেড কোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে রান্না করা খাবারও বিলি করা হয়। শুকনো খাবারের প্যাকেটও বিলি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।