kolkata police-commissionerOthers 

গরিবদের জন্য পুলিশের ত্রাণ বিতরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলিশের ত্রাণ বিতরণ। কলকাতা ট্র্যাফিক পুলিশ শহরের গরিব বস্তিবাসী ও ফুটপাতবাসীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল। সূত্রের খবর, যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওসি দেবাশিস দাস-সহ অন্য সার্জেন্টরা কলাবাগান বস্তি ও ঝোড়ো বস্তির প্রায় ২০০ বাসিন্দার হাতে চাল, সর্ষের তেল, ছোলা ও মশলার প্যাকেট তুলে দিয়েছে। পাশাপাশি ফুটপাতবাসীদের জন্য হেড কোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে রান্না করা খাবারও বিলি করা হয়। শুকনো খাবারের প্যাকেটও বিলি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment