বৌবাজার থানা এলাকায় গয়না চুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে বিপর্যস্ত পরিস্থিতি। তার মধ্যেই একটি বাড়ি থেকে চুরি হয়ে গেল সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৌবাজার থানা এলাকায় ঘটনাটিতে ঘটেছে। ইডেন হসপিটাল রোডের বাসিন্দা ঘনশ্যাম বাল্মীকি নামে এক ব্যক্তির অভিযোগ, সম্প্রতি তাঁর বাড়ি থেকে সোনার হার-সহ বেশ কিছু গয়না চুরি হয়েছে। ওই ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। পুলিশী তদন্ত চলছে। এখনও অবধি এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।