লকডাউন মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ সকাল থেকেই লকডাউন মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ। সূত্রের খবর, আজ লকডাউনের দিন যাঁরা বাইরে বের হচ্ছেন তাঁদেরকে প্রথমে আটক করছে পুলিশ। পাশাপাশি করা হচ্ছে জিজ্ঞাসাবাদও। অতি জরুরী প্রয়োজনে যাঁরা বাইরে বেরিয়েছেন এবং নির্দিষ্ট নথি দেখাতে পারছেন, তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, যাঁরা উপযুক্ত কোনও নথি দেখাতে পারছেন না, তাঁদের কলকাতা পুলিশের পক্ষ থেকে ফাইনও করা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনই ছবি ধরা পড়েছে ইএম বাইপাসে।

