আজ মাধ্যমিকের শেষ দিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে হাজির “আমার বাংলা”। ছাত্রজীবনে সব থেকে বড় এবং সর্বপ্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। আজ তার শেষ দিন। শেষদিনের শেষ পরীক্ষা জীবনবিজ্ঞান। “আমার বাংলা”র প্রতিনিধিরা আজ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী অঞ্চলে। প্রচলিত আছে, যার শেষ ভাল তার সব ভাল।
বনগাঁর চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা প্রত্যেক দিনের মতো সঠিক সময়ে হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্রে। ছবিতে রাজশ্রী মন্ডল এবং নন্দিনী ঢালী। শেষ পরীক্ষার দিনও মা-বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বন্ধুরা একে ওপরের সাথে পড়াশুনা সংক্রান্ত বিষয়ে শেষ পর্যায়ের আলোচনা সেরে নিচ্ছে।

পরীক্ষার্থী রাজশ্রী মন্ডলের কাছে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে সে জানায়, পড়াশুনা তো করেইছি, বাড়ি থেকে বেরোনোর সময় আমার ঈশ্বর আমার বাবা-মাকে প্রণাম করে বেড়িয়েছি। পরীক্ষা ভাল হতে বাধ্য।
অন্যদিকে রাজশ্রীর মায়ের কাছে মেয়ের পরীক্ষার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, মেয়ের থেকে পরীক্ষা যেন তাঁরই বেশি।