নতুন প্রজন্মকে সবুজ বিশ্ব উপহার দিতে জলবায়ু চুক্তির প্রয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত,বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়বে।ক্ষুধা,দারিদ্র ও কর্মসংস্থানের অভাবে স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থ হবে বিশ্বের মানুষ।উদাহরণ দিয়ে বলা হয়েছে,ম্যালেরিয়া রোগের মতো রোগের ক্ষেত্রেও প্রাণহানির সংখ্যা বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০থেকে ২০৫০সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর ২লক্ষ ৫০হাজার মানুষ মারা যাবে। ফ্রান্সের পরিবেশ বিষয়ক স্বাস্থ্য সংস্থার মহাসচিব প্যাট্রিক হালিমী এ বিষয়ে জানিয়েছেন ,বিভিন্ন কারণে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তাঁর আরও বক্তব্য ,বিশ্বব্যাপী উষ্ণতার কারণে কলেরা মহামারীর প্রভাব বাড়লেও ওই বিশ্বব্যাপী তাপমাত্রাই আবার প্রাণহানি কমাতে সহায়ক হবে।আবার ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা ইনস্টিটিউটের প্রধান রবার্ট বারুকি জানিয়েছেন, বিশ্বব্যাপী তাপপ্রবাহ স্বাস্থ্যহানির জন্য অনেকটাই দায়ী। তাপবৃদ্ধির কারণে শুধু ইউরোপেই গত বছরে ৭০হাজার মানুষ মারা গেছে।ম্যালেরিয়া হেপাটাইটিস-বি ও এইডসের মতো সংক্রামক রোগ বৃদ্ধি পাবে বলে সতর্ক করল ডব্লিউএইচও।উল্লেখ্য ,ম্যালেরিয়ার কারণে ইতিমধ্যে প্রতিবছর ৮লক্ষ মানুষ মারা যান ,এই তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যাপক বন ধ্বংসের কারণে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বে ।এর ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় হাঁপানিতে ভুগছে বিশ্বের মানুষ। বিশ্বের জলবায়ু ক্রমশ খারাপের দিকে চলে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়া,বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি,সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এর অন্যতম কারণ । দিনের পর দিন সংকটের মুখোমুখি বিশ্ব।তার জন্য চাই জলবায়ু চুক্তি। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রনের ব্যাপারে বিধিনিষেধ না হলে উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রন করা সম্ভব হবে না। নতুন প্রজন্মকে সবুজ বিশ্ব উপহার দিতে জলবায়ু চুক্তির প্রয়োজন রয়েছে। অন্য একটি সূত্রের খবর ,বিগত শতকে ৪ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এমনকী ২০২২সালের মধ্যে সমুদ্রেরপৃষ্ঠের উচ্চতা ২৬ডিগ্রি থেকে ৮২ডিগ্রি সেন্টিমিটারে উন্নীত হবে বলে জানা গিয়েছে।