ভারতীয় জীবন বিমা নিগমের নয়া প্রকল্প ‘জীবন শান্তি’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এলআইসি-র নতুন বিমা ‘জীবন শান্তি’। সূত্রের খবর, জীবন শান্তি নামে নতুন সিঙ্গল প্রিমিয়াম ডেফার্ড অ্যানুইটি বিমা প্রকল্প আনতে উদ্যোগী হল ভারতীয় জীবন বিমা নিগম। এক্ষেত্রে জানানো হয়েছে, বিমা গ্রাহক শুধু নিজের জন্য এই প্রকল্প কিনতে পারবেন। আবার যুগ্মভাবেও তা কেনা যাবে। যুগ্ম প্রকল্পের ক্ষেত্রে স্বামী-স্ত্রী বা ভাই-বোন এই পলিসি কিনতে পারেন। পাশাপাশি দাদু, ঠাকুমা, বাবা, মা, সন্তান, নাতি বা নাতনির মতো সম্পর্কের ক্ষেত্রেও যুগ্মভাবে কেনা যাবে বলে জানা গিয়েছে।
সূত্রের আরও খবর, এই প্রকল্পটি কেনার ন্যূনতম দাম ১.৫০ লক্ষ টাকা। এক্ষেত্রে ন্যূনতম হারে পাওয়া যাবে বাৎসরিক ১২ হাজার টাকা। ৫ লক্ষ টাকার বেশি দামের প্রকল্পতে পাওয়া যাবে ইনসেন্টিভ। জানা গিয়েছে, ৩০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত এই প্রকল্প কেনা যাবে। আবার যাঁরা শারীরিকভাবে অক্ষম, তাঁরা ন্যূনতম ৫০ হাজার টাকায় এই প্রকল্প কিনতে পারবেন। প্রকল্পটিতে ঋণের সুবিধাও পাওয়া যাবে। ক্রেতারা অনলাইন ও অফলাইনে কিনতে পারবেন নতুন জীবন শান্তি বিমা প্রকল্প।

