এলআইসি-র অফিস সপ্তাহে ৫ দিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে জেরবার জনজীবন। এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি-র অফিসগুলিতে সপ্তাহে ৫ দিন করে কাজ হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, বন্ধ থাকবে শনিবার ও রবিবার। আগামী ১০ মে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। পলিসিহোল্ডার ও সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সুবিধার কথা বিবেচনা করে গত ১৫ এপ্রিল একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এলআইসি-র পক্ষ থেকে আরও বলা হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অফিসগুলি খোলা থাকবে।

