Lingayet MathLifestyle Others 

মুসলিম পরিবারের সন্তান প্রধান পুরোহিত কর্নাটকের লিঙ্গায়েত মঠে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্নাটকের লিঙ্গায়েত মঠের পুরোহিত এক মুসলিম যুবক। ১২ শতকে প্রাচীন ভারতে লিঙ্গায়ত ধারা প্রবর্তন করেছিলেন সন্ত বাসব। সেই ধারা মেনে দীক্ষিত এক মুসলিম পরিবারের সন্তানকে লিঙ্গায়েত মঠের প্রধান পুরোহিত পদে নিযুক্ত করা হয়েছে। উত্তর কর্নাটকের দিওয়ান শরিফ রহমানসাব মোল্লা গদগ জেলার লিঙ্গায়েত মঠের প্রধান নির্বাচিত হয়েছেন। ৩৩ বছর বয়সী দিওয়ান শরিফ রহমানসাব এই দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, গদগ জেলার রণ তালুকে মুরুগেন্দ্র পৌরাণেশ্বর প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠানের গোবিন্দ ভাট আমাকে পৈতে পরিয়ে এই মঠের দায়িত্ব দিলেন। সেই প্রতিষ্ঠানের কাজুরি স্বামীজি আমাকে ইস্তালিঙ্গ প্রদান করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিওয়ান শরিফ রহমানসাব মুল্লার জন্ম কর্নাটকের এক মুসলিম পরিবারে। তাঁর বাবা প্রয়াত রহমানসাব, মা ফাতিমা কোরানেশ্বর দ্বাদশ শতকের লিঙ্গায়েত সন্ত বাসবেশ্বরের অনুগামী ছিলেন। বাসব শিক্ষা প্রদানের লক্ষে প্রায় ৩ বছর আগে লিঙ্গায়েত মঠ গড়ে তোলার জন্য অাসুতিতে ২ একর জমি দান করেছিলেন রহমানসাহেব।

Related posts

Leave a Comment