LPG GassBreaking News Others 

মার্চে গ্যাসের দাম কমতে পারে বলে পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাতে মধ্যবিত্তের পকেটে বাড়তি কড়ি গুনতে হচ্ছে। সাধারণ মানুষ নাকাল। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডার ১৪৯ টাকা বেড়ে হয়েছে এখন ৮৯৬ টাকা। এই পরিস্থিতিতে মার্চে গ্যাসের দাম কমতে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে। ক্ষুব্ধ আমজনতাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বয়ং। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “শীতের মরসুমে এলপিজি-র চাহিদা বাড়ে। তাই এক্ষেত্রে চাপ তৈরি হয়। এই মাসে গ্যাসের দাম বেড়েছে বিশ্ব বাজারে এলপিজি-র দাম বাড়ায়। তবে সামনের মাসে দাম কমতে পারে বলে ইঙ্গিত মিলছে।” রান্নার গ্যাসের দাম বাড়ায় বিরোধীরাও সরব।

Related posts

Leave a Comment