এটিপি বর্ষসেরার তালিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এটিপি বর্ষসেরার তালিকায় রয়েছেন নোভাক জকোভিচ, রজার ফেডেরায়, রাফায়েল নাদাল ও ফ্রান্সেস তিয়াফো। উল্লেখ করা যায়, বিশ্ব তালিকায় জকোভিচ ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিলেন।
করোনা আবহের বছরেও ৪ টি গ্র্যান্ডস্লাম জয়ী হয়েছেন। অন্যদিকে ফেডেরার পুরস্কার জয়ী হয়েছেন ভক্তদের বিচারে। আবার নাদাল পেতে চলেছেন স্টেফান এডবার্গ পুরস্কার।

