পুলিশকে নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলিশকে নির্দেশ। রাজ্য পুলিশের যেসব কর্মী ছুটিতে বাড়িতে গিয়ে লকডাউনে আটকে পড়েছেন এবং কর্মস্থলে ফের যোগ দিতে পারছেন না, তাঁদের নিজের এলাকার থানায় যোগদানের নির্দেশ দিলেন এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ। এই সংক্রান্ত ব্যাপারে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে বলে পুলিশি সূত্রে জানা যায়। এক্ষেত্রে পুলিশের দাবি, ছুটি ফুরোনোর পর পুলিশকর্মীদের গরহাজিরা যাতে অনুমোদনহীন ছুটি বলে গণ্য না হয়, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

