শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। সূত্রের খবর, ১.১.২০১৬ থেকে ৩১.১২.২০১৯-এর মধ্যে অবসর নেওয়া নতুন হারে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিগত তথ্য “আপডেট” করতে হবে ৪ মে-র মধ্যে। এরপর ওই শিবিরের একাংশের অভিযোগ, লকডাউনে স্কুল বন্ধ থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকেরা যোগাযোগ করতে পারছেন না। ফলে তথ্য পেশ করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে।

