লোফ্টি এটনের বিধ্বংসী ব্যাটিং
গতবছর এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন দ্রুততম শতরান করে। নেপালের ব্যাটসম্যান কুশল মল্লা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে শতরান করেছিলেন। এক বছরের মধ্যেই ভেঙে গেল সেই ক্রিকেটীয় রেকর্ড। নেপালে ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠেই রেকর্ড ভাঙার দৃশ্য দেখলেন কুশল মল্লা। ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল নেপালের। নামিবিয়ার লোফ্টি এটন রেকর্ড ভেঙে নজির গড়েছেন। দলের ৩ উইকেট হারানোর পর খেলতে নামেন তিনি। এরপর দেখা যায় বিধ্বংসী ব্যাটিং। মাত্র ৩৩ বলে শতরান করলেন এটন। এই ইনিংস গড়ে ক্রিকেটীয় ইতিহাসে জায়গা করে নিলেন। নামিবিয়ার ব্যাটসম্যান টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরান করলেন । ৩৬ বলে ১০১ রান করেছেন ২২ বছর বয়সী এটন। ১১টি চার ও ৮টি ছক্কা মেরেছেন ইনিংসে । তাঁর স্ট্রাইক রেট ২৮০.৫৬। (ছবি: সংগৃহীত)

