Madhyamik ExamBreaking News Others 

রাত পোহালেই মাধ্যমিক, গুচ্ছ বিধি-নিষেধের সিদ্ধান্ত পর্ষদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। গত বছরের তুলনায় কম। এ বছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, ছাত্রের সংখ্যা মাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯।

পরীক্ষা শুরুর আগেই কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে পর্ষদ। আজ দুপুরে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় যে সব জায়গায় হোয়াটসআপ-এ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেই সব জায়গায় বেলা ১২ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ সূত্রের খবর, ওই সময় নেট বন্ধ থাকবে রাজ্যের মোট ৪২ টি ব্লকে। এছাড়াও পরীক্ষা চলাকালীন এবার শিক্ষক-শিক্ষিকারাও স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি এবছর প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে। পরীক্ষার্থীরা হাতে প্রশ্নপত্র পাবে ১১ টা ৫০ মিনিটে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার বাংলার পক্ষ থেকে রইলো অসংখ্য অভিনন্দন ও সাফল্যের আগাম শুভেচ্ছা।

Related posts

Leave a Comment