farakka bridgeBreaking News 

ফরাক্কাকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মালদায় ব্রিজ বিপর্যয়ের ধাক্কা সামলাতে হিমশিম ফরাক্কায়। ফরাক্কায় গঙ্গার ওপরে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় জেনারেল ভি কে সিংয়ের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর চৌধুরী। এদিনই তিনি সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং সেতু বিপর্যয়ে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মূল দোষী কে বা কারা, দ্রুত তা চিহ্নিত করার জন্যও তিনি জোরালো দাবি জানান।

জানা গিয়েছে, অধীর চৌধুরীকে জেনারেল ভি কে সিং আশ্বস্ত করেন মন্ত্রক থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাবে এবং ঘটনার পুরো তদন্ত করবে। কোথায় কি ভুল ছিল, সেসব খুঁজে বের করা হবে। অন্যদিকে, ক্ষতিপূরণের বিষয়েও উদ্যোগী সংশ্লিষ্ট মন্ত্রক। নিহত ও আহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ। অপরদিকে, প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে আজই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মূ।

প্রসঙ্গত, ফরাক্কা ব্যারেজের চাপ কমাতে গঙ্গার উপরে মালদা ও ফরাক্কা সংযোগকারী অন্য একটি সেতু তৈরির ব্যাপারে উদ্যোগ নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উল্লেখ্য, দেড় বছর আগেই সেই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুর একটি গার্ডার। পুলিশের বিবৃতি, গার্ডার ধসে প্রাণ হারিয়েছেন ২ জন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সারা রাত উদ্ধারকাজ চালানোর পর আজ সকালেও উদ্ধারকাজ চলছে জোর কদমে । এখনও কেউ আটকে আছেন কিনা, সে সম্বন্ধে নিশ্চিত হতে ধ্বংসস্তূপে এখনো তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

এদিকে ফরাক্কাকাণ্ডের দায় কার? এই নিয়ে জল্পনা তুঙ্গে। NHAI-এর প্রকল্পে দুর্ঘটনায় নির্মাণসংস্থার দোষ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে মানে করা হচ্ছে, গার্ডার ওঠানোর সময় ভারসাম্যের সমস্যা হয় আর তাতেই ঘটে বিপত্তি। নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়েও স্থানীয়দের মধ্যে গুঞ্জন চলছে।

Related posts

Leave a Comment