Oyo HotelOthers Travel 

কাশ্মীরের বাসিন্দা বলে হোটেলেই ঢুকতে দেওয়া হল না, তীব্র সমালোচনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রীতিমতো অমানবিক কাণ্ড। কাশ্মীরের বাসিন্দা তাই হোটেলেই ঢুকতে দেওয়া হল না। ওয়ো হোটেলে এই ঘটনার পর চাঞ্চল্য। অন্যদিকে ওয়ো হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, কোনও পাকিস্তানি, বাংলাদেশি ও কাশ্মীরিকে তারা হোটেলে রুম বুক করার অনুমতি দেয় না। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে। নাউমান রফিক নামে কাশ্মীরি পড়ুয়ার বক্তব্য, উত্তর দিল্লির একটি হোটেলে বাবা ও বোনের জন্য রুম বুক করেছিলেন তিনি। ওই রুমে চেকিং ইন করতে যাওয়ার সময় আটকে দেন হোটেল কর্মীরা। এমনকী আরও অভিযোগ, হোটেলের রুম বুক করা সত্ত্বেও ওই কাশ্মীরি পড়ুয়াকে রুমে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনার জেরে নেট দুনিয়ায় তীব্র সমালোচনা।

Related posts

Leave a Comment