New one rupee noteLifestyle Others 

বাজারে নতুন এক টাকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার বাজারে আসছে এক টাকার নোট। তবে পুরোনো রূপে নয়, আসছে এক নতুন রূপে। গোলাপি-সবুজ রঙের এই নতুন এক টাকার নোটে রোমান হরফে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখার ওপরে দেবনগরীতে লেখা থাকবে ভারত সরকার। নতুন এই নোটের মাপ করা হয়েছে ৯.৭সেমিX৬.৩সেমি। নতুন নোটে রুপি চিহ্নে থাকছে কৃষির মোটিফ। সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে, কৃষিনির্ভর দেশের ছাপ স্পষ্ট করতে এই চিহ্নটি তৈরী করা হয়েছে।

Related posts

Leave a Comment