খনি আইনে বদল, বিজ্ঞপ্তি জারি পরিবেশ মন্ত্রকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খনি আইনে বদল কেন্দ্রের। এবার খনি ও খনিজ আইনে (মাইন অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট) বদল কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, বন্যার পর চাষের জমি থেকে বালি-পলি তোলার জন্য আর পরিবেশ দপ্তরের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হবে না । আরও বেশ কয়েকটি ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র বাধ্যতামূলক ছিল। খনি এলাকার বাইরে সেগুলির নিয়মনীতি শিথিল করাও হল। বিজ্ঞপ্তি জারি করে পরিবেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কুমোরদের মাটির পাত্র তৈরির জন্য বা মাটির টালি তৈরির জন্য প্রয়োজনীয় মাটি তুলতে পরিবেশের ছাড়পত্র নিতে হবে না। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে গ্রামে রাস্তা তৈরি, পুকুর খনন বা বাঁধ নির্মাণের ক্ষেত্রেও নিয়মকানুন শিথিল করা হল। মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্যারান্টি প্রকল্পের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।