আসলাম ফারুকি গ্রেপ্তার কান্দাহারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আফগান বাহিনী গত মাসে কাবুলের গুরুদ্বারে হামলার ঘটনায় এক পাক আইসিসি জঙ্গিকে গ্রেপ্তার করেছে বলে খবর। আফগানিস্তানের গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, আইএসআইয়ের সঙ্গে যোগ থাকা ওই জঙ্গির নাম আবদুল্লা ওরাকজাই ওরফে আসলাম ফারুকি। পাশাপাশি আইসিসি খোরাসান শাখার ওই নেতার সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে তার ১৯ জন সহকারীকেও। কান্দাহারে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) একটি অপারেশনের মাধ্যমে এদের ধরেছে বলে খবর। উল্লেখ্য, কাবুলের গুরুদ্বারে জঙ্গি হামলায় ২৭ জন প্রাণ হারান। সূত্রের খবর, ধৃত ফারুকির সঙ্গে পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ক এবং লস্কর-ই-তোইবার যোগসূত্র ছিল। এনডিএস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আবু সইদ বাজৌরির মৃত্যুর পর আফগানিস্তানে আইসিসি-র প্রধান মুখ ছিল এই ফারুকি।