nevyOthers Politics 

মার্কিন রণতরীতে বিদ্যুৎচৌম্বকীয় অস্ত্রের ব্যবহারের হুঁশিয়ারির আহ্বান চিনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আতঙ্কে যখন সারা পৃথিবীর মানুষ অতিষ্ঠ, ঠিক তখনই যুদ্ধের যুদ্ধের দামামা। দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরীর যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বিদ্যুৎচৌম্বকীয় অস্ত্র ব্যবহারের আহ্বানের কথা হুঁশিয়ারি দিয়ে জানাল চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে। দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের অধিকৃত অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিকে সরিয়ে দেওয়ার জন্যই এই ধরণের অস্ত্র ব্যবহার করার আহ্বান জানানোর কথা বলেন চিনের গণমুক্তি ফৌজ।এ মাসের ১০ তারিখ অবধি চীন সাগরের দক্ষিণ অঞ্চলে এক সপ্তাহের মাঝে তিন বার মার্কিন নৌবাহিনীর রণতরীর চলাচলের জন্য চীন এই হুঁশিয়ারির আহ্বান জানায়। মার্কিন আগ্রাসন রোখার জন্যই নতুন এই পন্থা বেছে নিতে হবে বলে মনে করছে চিনের সামরিক বিশেষজ্ঞ সং জাওনংপিং।আর এই সব পন্থার অন্যতম হল বিদ্যুৎ চৌম্বকীয় অস্ত্রের ব্যবহার। সবচেয়ে বড় কথা হল এই জাতীয় অস্ত্র প্রয়োগে প্রাণহানির কোনও সম্ভাবনা থাকে না। চিনের সামরিক বিশেষজ্ঞ আরও বলেন, মার্কিন রণতরী লক্ষ্য করে গোলাগুলি করা বুদ্ধিমানের কাজ হবে না।কারণ তাতে মার্কিনিরাও পাল্টা হানা দেবে।

Related posts

Leave a Comment