বিমান ধরতে না পারায় কলকাতা বিমানবন্দরেই অপেক্ষায় বৃদ্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উড়ান না ধরতে পারার খেসারত দিতে হচ্ছে মায়ানমারের ৫০ বছরের টিন নামের এক ব্যক্তির। সব থেকে বড় সমস্যা হল তিনি কোনও ভাষা বুঝতে পারছেন না এবং তাঁর ভাষাও কেউ বুঝতে পারছেনা।সূত্রের খবর,গত শুক্রবার কলকাতা বিমান বন্দর থেকে ইয়াঙ্গন যাবার উড়ান ধরতে না পেরে,কলকাতা বিমানবন্দরেই থেকে যান ওই ব্যক্তি।এদিকে করোনার ভয়ে তাঁর ধারে কাছে কেও যাচ্ছেন না।অন্যদিকে বিমান বন্দরের কর্মী শ্রেয়ম ভাদুড়ী মায়ানমারের দূতাবাসের এক অফিসারের সঙ্গে ওই ব্যক্তির ফোনে কথা বলিয়ে দেন। ওই অফিসার বিমান কর্মী শ্রেয়ম ভাদুড়ী কে জানান, টিন নামে ওই ব্যক্তি একটি দলের সঙ্গে ভারতে আসেন। তারা সবাই ইসলাম ধর্মাবলম্বী এবং তাঁরা গিয়েছিলেন আজমের শরীফে।গত শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল। সেই মত তাঁরা দিল্লির বিমান বন্দর থেকে কলকাতা বিমান বন্দরে নাবেন রাত ৮টায়।পরে কলকাতা বিমান বন্দর থেকে ৯টা ৫৫এর বিমানে ইয়াঙ্গনে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রায় দুঘন্টায় তিনি যে কি করে তাদের দলের থেকে আলাদা হয়ে গেলেন তা কেউ বলতে পারছেন না।সেই সময় থেকে তিনি কলকাতা বিমান বন্দরেই রয়েছেন।