জীবনের ঝুঁকি নিয়েই লড়ছেন চিকিৎসক-নার্সরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতকাল “জনতা কার্ফু”-তে একদিকে যখন রাজ্যের মানুষ বাড়িতেই ছিলেন, অন্যদিকে জীবনের বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তারক্ষীরা। রাস্তাঘাট ছিল শুনশান। বেলেঘাটা আইডি হাসপাতালের চিত্রটা ছিল একদম অন্যরকম। কেবলমাত্র আইডি নয়, এনআরএস, এসএসকেএম, বাঙুর ও কলকাতা মেডিক্যাল-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক-নার্সরা কঠিন পরিস্থিতিতে পরিষেবা দিয়ে যাচ্ছেন। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে। কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুল্যান্স চালকরা দিনরাত পরিষেবা দিয়েই চলেছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ৮ ঘন্টার বদলে ১০-১২ ঘন্টাও ডিউটি করছেন। গতকাল সকাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ছিল কয়েকশো মানুষের ভিড়। তাদের মধ্যে কেউ বিদেশ থেকে ফিরেছেন আবার কেউ অন্য রাজ্য থেকে। আবার অনেকেই আতঙ্কিত হয়ে সাধারণ জ্বর, সর্দি-কাশি নিয়ে চলে এসেছেন জরুরি বিভাগে নিজেদের শরীরের পরীক্ষা করাতে। ফলে স্বাভাবিকভাবেই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। অ্যাম্বুল্যান্স চালকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা-আক্রান্ত সন্দেহজনক রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন।