করোনা সতর্কতার পরিবেশে মায়ামিতে গলফ প্রতিযোগিতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে সতর্কতার আবহাওয়ার মধ্যেই মায়ামিতে শুরু হল পি জি এ প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ গলফ প্রতিযোগিতা। এখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খেলোয়াড়দের দূরে রাখা হচ্ছে। মিডিয়া ও সই শিকারিদের ভিড় জমতে দেওয়া হচ্ছে না।এবার গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের ১ নম্বর রোরি মাকিলরয়ের সামনে প্রতিযোগিতার প্রথম খেলোয়াড় হিসেবে টানা খেতাব জয়ের সুযোগ রয়েছে।