করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি ইজরায়েলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যখন করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বে গ্রাস করছে, ঠিক তখনই এর প্রতিষেধক আবিষ্কারের কাজে ইজরায়েলের বিজ্ঞানীরা অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল। এক্ষেত্রে ওই দেশের দাবি, ভাইরাসটির চরিত্র ধরে ফেলেছে প্রধানমন্ত্রীর দপ্তরের তত্ত্বাবধানে থাকা ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল রিসার্চ। তবে অন্য একটি পক্ষ থেকে এ খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।