২৮ বলে শতরানের রেকর্ড অভিষেকের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিস্ফোরক ব্যাটিং অভিষেকের। জে সি মুখার্জী টি -টোয়েন্টি প্রতিযোগিতায় অসাধারণ ব্যাটিংয়ের নাজির রাখলেন অভিষেক দাস। ২৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। ভূকৈলাস স্পোর্টিং প্রথমে তুলেছিল ৪ উইকেটে ১০৮ রান। এর জবাবে ভবানীপুর তোলে ৬.৫ ওভারে ১১২রান। অভিষেক একাই করেছেন ১০৬ রান। উল্লেখ্য ,গতবছর স্কর্টল্যান্ডের ক্রিকেটার জর্জ মানসে এই রেকর্ড গড়েছিলেন। গ্লস্টারশায়ার দ্বিতীয় একাদশের হয়ে ২৫ বলে শতরান করেন।