hinggalgang and campainOthers Politics 

হিঙ্গলগঞ্জের জনসভায় সোচ্চার তৃণমূল নেত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে”, মাথাভাঙ্গার ঘটনায় তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কমিশন-বিজেপি। অন্যদিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের জনসভা থেকে তাঁর মন্তব্য, “কী অন্যায় করেছিলেন মানুষগুলো, এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা। মেয়েদের ভয় দেখাচ্ছে। “
প্রচারে এসে সরাসরি অভিযোগ তুললেন বিজেপির দিকে। এক্ষেত্রে তাঁর বক্তব্য, “বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।” ওই মঞ্চে তৃণমূল সুপ্রিমোর আরও মন্তব্য, “অত্যন্ত মর্মাহত হয়ে আজ কথা বলছি। সিআরপিএফ গুলি চালিয়ে চার জনকে মেরে ফেলল। আমি বারবার বলছি, সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলছে ওরা।”

এরপর তৃণমূল নেত্রী অভিযোগের সুরে আহ্বান জানিয়েছেন, “এই ঘটনার বদলা নিতে হবে। একটা করে ভোট, একটা করে বদলা। এতগুলো মানুষকে গুলি করে মেরে বলছে, আত্মরক্ষা! রিটায়ার্ড লোক আমার নিরাপত্তারক্ষী হলে অসুবিধা, আর রিটায়ার্ড লোককে দিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে। আজকে আমার হাতে নেই আইনশৃঙ্খলা। তৃণমূল নেতা ও পাবলিককে খুন করা হচ্ছে।”এরপরই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি অভিযোগ করে মন্তব্য করেছেন, “আমার সঙ্গে যদি রিটায়ার্ড লোক না থাকতে পারে, তাহলে নির্বাচন কমিশন কী করে রিটায়ার্ড লোককে দিয়ে ভোট করাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি। আমাকে নোটিশ পাঠালে পাঠান।” উল্লেখ্য, সিআরপিএফ সাধারণ মানুষকে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে ও বিজেপিকে ভোট দিতে জোর করছে বলেও অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। মাথাভাঙ্গার জোরপাকাটিতে গুলি চালানোর ঘটনায় নতুন করে তোলপাড় ফেলেছে বাংলার রাজনীতিতে।

Related posts

Leave a Comment