মেট্রোয় টোকেন কিনে যাতায়াতের সুযোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেট্রোয় আবারও ফিরছে টোকেন। মেট্রো রেল সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি কাউন্টার বা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন কিনে যাতায়াতের সুযোগ পাওয়া যাবে। করোনা আবহে জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল টোকেনের ব্যবহার। ভারতীয় রেলে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের কাছেও দাবি উঠছিল যাত্রীদের পক্ষ থেকে। সেইমতো মেট্রোয় ফিরছে টোকেন।

