মিড-ডে মিলের মহিলা কর্মীদের স্মারকলিপি পেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিড-ডে মিলের মহিলা কর্মীরা স্মারকলিপি পেশ করলেন। স্থানীয় সূত্রের খবর, ভাতা বৃদ্ধি, পুজোর বোনাস ও পিএফ-সহ বিভিন্ন দাবি নিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। পাশাপাশি বারাসতে জেলাশাসকের ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করলেন রান্নার কাজের সঙ্গে যুক্ত মহিলারা। জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর ওই কর্মীরা জানিয়েছেন, মিড-ডে মিলের রান্নার কাজে যুক্ত মহিলা কর্মীরা সবাই দরিদ্র পরিবারের। সামান্য অনুদানে সংসার চলে না। তারই প্রতিবাদে এই আন্দোলন।

