Mikaela SpielbergLifestyle Others 

গার্হস্থ্য হিংসার জেরে ফের শিরোনামে স্পিলবার্গ-কন্যা মিকায়েলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবারও শিরোনামে এল মিকায়েলা। চলচ্চিত্রকার স্টিভেন স্পিলবার্গের দত্তক কন্যা পূর্বেই প্রচারের আলোয় এসেছিলেন পর্নোগ্রাফিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করার জন্য। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল গার্হস্থ্য হিংসার। এই ঘটনার জেরে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ন্যাশভিলের “হিল ডিটেনশন সেন্টার”-এ। সূত্রের খবর, পুলিশ মিকায়েলার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছে। এমনকী জামিনের জন্য ধার্য করা হয়েছে ১০০০ মার্কিন ডলার। প্রসঙ্গত, মিকায়েলা স্পিলবার্গ পর্নোগ্রাফিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। নিজের পর্ন ভিডিও প্রযোজনা সংস্থা শুরু করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। আবার “স্ট্রিপ ক্লাব”-এ যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর দাবি ছিল, বাবা স্টিভেন স্পিলবার্গ এবং মা, অভিনেত্রী কেট ক্যাপশ তাঁর কেরিয়ার নিয়ে কোনও আপত্তি তোলেননি। অন্যদিকে ন্যাশভিলে ৫০ বছরের চাক প্যানকউয়ের সঙ্গে মিকায়েলা লিভ-ইন করেন বলে খবর। চাক প্যানকউয়ের মিকায়েলার পর্নোগ্রাফির কেরিয়ারের সিদ্ধান্তে নারাজ হননি। প্যানকউয়ের প্রতি সম্মান জানানোর জন্য মিকায়েলা “সোলো” ভিডিও-র কাজ করবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment