ডিএল থেকে সিএফ বেহালায় সবকিছুই এখন এক ছাদের তলায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স থেকে বাণিজ্যিক গাড়ির ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থাকে এক ছাদের তলায় আনার প্রয়াস। কলকাতা পাবলিক ভেহিকলস ডিরেক্টরেট (পিভিডি)তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি নতুন কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে অটোমেট ইনস্পেকশন এন্ড সার্টিফিকেশন সেন্টার। কেন্দ্রটি গড়তে খরচ হচ্ছে ১৭ কোটি টাকা। জানা গিয়েছে, যার মধ্যে ১ কোটি ৪২লক্ষ টাকা রাজ্য সরকার খরচ বহন করছে। বাকিটা দিছে কেন্দ্রীয় সরকার। বেহালা ফ্লাইং ক্লাবের কাছে নির্মীয়মান এই কেন্দ্র এ বছরেই চালু হবে বলে জানা যায়। এক্ষেত্রে গাড়ির ফিটনেস বা সিএফ পরীক্ষার উপযুক্ত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা থাকবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বিশেষ লেন। এরফলে পরীক্ষার্থী ট্রাফিক সিগন্যালে চড়াই-উতরাই পথে কিভাবে গাড়ি চালাবে তা পরীক্ষা করে নেওয়া যাবে । সবটা হবে ইনক্যামেরাতেই। পাশাপাশি চালকের বাণিজ্যিক লাইসেন্স দেওয়ার জন্য প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা থাকছে এই কেন্দ্রে। এটি চালু হলে কলকাতা পিভিডি বেল তলা,সল্টলেক ও কসবা শাখা থেকে। বাণিজ্যিক গাড়ির সিফ এবং ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থাটাই তুলে দেওয়া হবে বলে খবর। অন্যদিকে পথ নিরাপত্তার দিকে তাকিয়ে এখন প্রযুক্তির হাত ধরে পিবিডি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রকিয়ায় আমূল বদল এসেছে। কয়েক বছর আগে ২ জন মোটর ভেহিকেলস ইন্সপেক্টর নির্ভরশীল ছিল গোটা বিষয়ে । বর্তমানে এমভি আই হয়েছে ১৮। সারা রাজ্যে এক সময় এমভিআই ছিল ২৭। এখন ৫০০ হয়েছে। আরও ১০০ নিয়োগের প্রক্রিয়া চলছে বলে ও খবর। প্রক্রিয়াটি ভিডিও রেকডিং হবে এমনটাও জানা গিয়েছে।