dronBreaking News Lifestyle Others 

কলেজ ছাত্রের অভিনব আবিষ্কার তাক লাগিয়ে দিল কৃষিমহলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞানের আবিষ্কার সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন। এবার কৃষকদের কাজের সুবিধার্থে অত্যাধুনিক ড্রোন বানিয়ে সবাইকে চমক দিলেন বারাকপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ।
জানা গিয়েছে, কৃষি কাজের উন্নতিতে অত্যাধুনিক এই ড্রোনটি তৈরি করেছেন বারাকপুরের কলেজ ছাত্র অভিজিত কর্মকার। তাঁর এই ড্রোনটি কলেজের প্রদর্শনীতে দেখানোর কথা বলা হয়। কথামতো ওই ড্রোন আকাশে উড়িয়ে দেখাল ছাত্র অভিজিত । ওই
কলেজ ছাত্রের দাবি, তাঁর আবিষ্কৃত অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে কোনও রকম শ্রম ব্যয় না করেই, কৃষকরা জমিতে নির্দিষ্ট পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগ করতে পারবেন। এমনকি সার বা কীটনাশক নষ্ট হবে না। শুধু তাই নয়, ড্রোনের ক্যামেরার মাধ্যমে কৃষকরা দেখতে পাবেন সঠিক স্থানে সঠিক পরিমাণ মত সার বা কীটনাশক দেওয়া হয়েছে কি না। এই আবিষ্কার কৃষকদের চাষের কাজকে আরও সহজ করে দেবে বলেই জানিয়েছেন অভিজিৎ।
নিজের আবিস্কারের কথা বলতে গিয়ে অভিজিত জানালেন, হাতের সুইচের কন্ট্রোল করে এই ড্রোনের ব্যবহারে কৃষকরা চাষের জমিতে সার বা কীটনাশক অথবা তরল কিছু প্রয়োগ করার ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। ইতিমধ্যেই বারাকপুরের কলেজ ছাত্র অভিজিত কর্মকারের এই আবিষ্কার যথেষ্ট সাড়া ফেলেছে কৃষক মহলে ।

Related posts

Leave a Comment