Dyuti Chand-1Others Sports 

দ্রুততমা অ্যাথলিট দ্যুতির সোনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভুবনেশ্বরে খেলো ইন্ডিয়া পরিচালিত প্রথম বিশ্ববিদ্যালয় গেমসে দ্যুতি চাঁদ ফের সোনা জয়ী হলেন। ২০০ মিটারে তিনি সোনা জয়ী হলেন ২৩.৬৬ সেকেন্ড সময় করে। কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের হয়ে নেমেছিলেন দেশের এই দ্রুততমা অ্যাথলিট। ১০০ মিটারেও সোনা জয়ী হয়েছিলেন ওড়িশার এই অ্যাথলিট।

Related posts

Leave a Comment