পাঞ্জাবের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ যোগিন্দর-বলবীর প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাঞ্জাবের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ প্রয়াত হয়েছেন। ভারতীয় অ্যাথলেটিক্সে কোচ যোগিন্দর সিং সাইনি (৯০) এবং ১৯৬৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি তারকা বলবীর সিং কুল্লার (৭৭) প্রয়াত হলেন। জানা গিয়েছে, রাতে জলন্ধরের সংসারপুরের গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে বলবীর সিং কুল্লার মারা যান। অন্যদিকে, অপর ক্রীড়াব্যক্তিত্ব যোগিন্দর কয়েকদিনের অসুস্থতার পর পাতিয়ালাতে মারা গেলেন। প্রসঙ্গত, ১৯৭০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা ২০ বছর ভারতীয় অ্যাথলেটিক্স টিমের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দ্রোণাচার্য পুরস্কারও পান তিনি। পাশাপাশি বিদেশে টুর্নামেন্টের আগে বিভিন্ন ইভেন্টে টিম নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর হাত দিয়ে অনেক অ্যাথলিট সাফল্যের শিখরে পৌঁছেছেন। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে তাঁর হাত ধরে ১৮টি পদক এসেছিল ভারতের। তার মধ্যে ৮টি সোনা জয় রয়েছে।