Rafayel Nadal-1Others Sports 

মেক্সিকো ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেক্সিকো ওপেন চ্যাম্পিয়ন হয়ে বছরের প্রথম খেতাব জয়ী হলেন রাফায়েল নাদাল। বিশ্বের ২ নম্বর রাফায়েল ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে ৬-৩ ও ৬-২ ফলাফলে হারিয়ে এই শিরোপা পেলেন। এই টুর্নামেন্টে নাদালের জয়-হারের রেকর্ড ১৯-২। উল্লেখ্য, এই নিয়ে মোট ৩ বার মেক্সিকো ওপেন খেতাব জয়ী হয় নাদাল। তিনি শেষ খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। কোয়ার্টার ফাইনালে পরাজিত হন তিনি।

Related posts

Leave a Comment