kolkata book fairOthers 

দ্বিতীয় বইমেলা শুরু হচ্ছে পার্ক সার্কাস ময়দানে।

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গতবছরে কলকাতা জেলা বইমেলা হয়েছিল মহম্মদ আলি পার্কে। ওই মেলাটি প্রথম কলকাতা জেলা বইমেলা ছিল। এবছর দ্বিতীয় কলকাতা জেলা বইমেলা শুরু হচ্ছে পার্ক সার্কাস ময়দানে। ২ মার্চ অনুষ্টিত হচ্ছে এই মেলা । এই মেলা চলবে ৮ তারিখ পর্যন্ত। আয়োজক সূত্রের খবর, রোজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় থাকছে ১০০ বেশি বইয়ের স্টল। এই মেলায় কিছু প্রকাশনী বাছাই বইয়ে ৩০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছে। পুস্তক বিক্রেতা ও প্রকাশকরা তাঁদের পসরা নিয়ে ইতিমধ্যেই হাজির । মেলাটিতে বাংলাদেশের স্টলও রয়েছে। সেন্ট্রাল পার্কে অনুষ্টিত কলকাতা বই মেলার পর পার্ক সার্কাস ময়দানে ফের বই মেলা। বই প্রকাশকরা প্রত্যাশা করছেন ভালো বিক্রির।পুস্তকপ্রেমীরা নিশ্চিতভাবেই এই মেলায় স্বাদ মিটিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment