konyasree cupSports 

কন্যাশ্রী কাপে মায়ের কোচিংয়ে মেয়েরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দলের কোচ বাবা ছেলে ফুটবলার এ রকম ঘটনা কলকাতা ফুটবল লিগে শোনা গেলেও। মা কোচ এবং তাঁর তিন মেয়ে ফুটবলার এমন ঘটনা কলকাতা ফুটবল লিগে শোনা যায় নি। এবার সেটাও হতে চলেছে কলকাতা মহিলা ফুটবল লিগে। কাঁচরাপাড়া কাঁটাগঞ্জের বি আর অম্বেডকর ক্লাবে গিয়ে জানা গেল বাঁকুড়া থেকে আসা দুমদুমির আদিবাসী তরুণীর ব্রজেন সঙ্গের ফুটবল দলটা প্রায় মুদি পরিবারের। কোচ মা ভারতী । ওই দলের এক নম্বর রক্ষণ ভাগের খেলোয়াড় তাঁর মেজ মেয়ে তানিয়া।তিনি আবার ওই দলের ক্যাপ্টেন। মাঝ মাঠের দায়িত্ব দেওয়া হয়েছে সেজ মেয়ে মিতা মুদিকেএবং দলের স্ট্রাইকারের দায়িত্ব নিয়েছেন ছোট মেয়ে পূজা। দলের সাইড ব্যাক সামলাচ্ছে ভারতীর ভাগ্নি ঝুমা মুদি। ভারতী অন্য গৃহবধূদের মতোই তিনিও এক গ্রাম্যবধূ। কিন্ত বিয়ের আগে তিনি বহু ফুটবল ম্যাচ খেলেছেন।তবে কলকাতা মহিলা ফুটবল লীগ খেলা অধরা থেকে যায়। এই জন্যই তিনি তার মেয়ে এবং অনন্য তরুণীদের নিয়ে ফুটবল দোল গঠন করেন।ভারতী জানিয়েছেন, কলকাতা থেকে তার বাড়ির দূরত্ব অনেক বেশি হওয়ায় তাদের খুব কষ্ট করে কলকাতায় আসতে হয়। ফলে মেয়েরা ধকল নিতে পারে না। তিনি আর বলেন গ্রামের মেয়েদের দুঃখ কষ্টের জীবনকে বদলে দেবার জন্যই সচেষ্ট হয়েছেন। এই ফুটবল খেলার মধ্য দিয়ে।

Related posts

Leave a Comment