যাত্রা শিল্পীদের কথা ভেবে আলোচনায় বসবেন মন্ত্রী অরূপ বিশ্বাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্তমানে পশ্চিমবঙ্গে কমবেশি প্রায় ২০০টি যাত্রাদল রয়েছে। ওই যাত্রাদলগুলিকে কেন্দ্র করে যুক্ত রয়েছেন শিল্পী কলা-কুশলী-সহ প্রায় কয়েক হাজার মানুষ। করোনা বিপর্যয় পর্বে এখন সবার অবস্থা দিশাহীন। যাত্রা জগতের সামগ্রিক পরিস্থিতির কথা ভেবে এবার আলোচনায় বসছেন যাত্রা অ্যাকাদেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে বাগবাজার ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে ওই সভা করা হবে।

