উদ্বোধনের অপেক্ষায় নয়া মোতেরা স্টেডিয়াম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত মোতেরা স্টেডিয়াম। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই স্টেডিয়াম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মোতেরা স্টেডিয়ামের ছবি টুইট করে তাঁর মন্তব্য, “এত বড় আর সুন্দর স্টেডিয়ামের ছবি দেখে দারুণ লাগছে। আমেদাবাদ এই মাঠে খেলোয়াড় জীবনের প্রচুর স্মৃতি রয়েছে। ক্রিকেটার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে। ইডেনে বড় হয়েছি, এক লাখ দর্শককে দেখে। তা এখন আর নেই। ২৪ তারিখ মোতেরাকে দেখার জন্য ছটফট করছি।” জানা গিয়েছে, মোতেরা স্টেডিয়াম উদ্বোধনে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।