pulawma 3 atakBreaking News 

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ হিজবুল জঙ্গি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলওয়ামায় আবারও এনকাউন্টার। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি। নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, নিহতদের মধ্যে একজন হিজবুলের এক কম্যান্ডার ও রয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযানে নামে সেনাবাহিনী।এর পর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। গুলি বিনিময়ে ৩ জঙ্গি নিহত হয়।
ত্রালের শেরাবাদে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানে নামে। সেনা-পুলিশ অভিযানে নামতেই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি ছুড়তে থাকে। জঙ্গিদেরও পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। ঘটনাস্থলেই ৩ জঙ্গি নিহত হয়। নিহত তিন জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জেনেছে পুলিশ। ৩ জঙ্গির একজন কম্যান্ডার।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নিহত ৩ জঙ্গিই স্থানীয় বাসিন্দা। জেহাঙ্গীর ওয়ানি, রাজা মকবুল ও সাদাত তাদের নাম বলে জানা গিয়েছে। ওয়ানি ও মকবুলেরর বাড়ি ত্রালে এবং সাদাতের বাড়ি অনন্তনাগের বীজবেহরায়। জঙ্গিঘাঁটি থেকে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে।

Related posts

Leave a Comment