এবার তীব্র গরমের আশঙ্কা করছে মৌসম ভবন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আসন্ন গ্রীষ্মকাল। দেশের বিস্তীর্ণ এলাকায় প্রবল গরমের আশঙ্কা করা হচ্ছে এবার। মৌসম ভবন সূত্রের পূর্বাভাস- মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকার সম্ভাবনা। পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে এপ্রিলের গড় তাপমাত্রা ১-১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এ বিষয়ে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারির শুরুতে ভাল ঠান্ডা থাকলেও ফাল্গুন পড়তে না পড়তেই গরম বাড়ছে প্রতিদিন। কলকাতার তাপমাত্রা বর্তমানে ঘোরাফেরা করছে ২৯ ডিগ্রির আশপাশ দিয়ে। বলা হচ্ছে, মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা। প্রতি মুহূর্তে গরমের দাপট বাড়ছে দেশের অনেক এলাকাতেই। মৌসম ভবন সূত্রে আরও খবর, মার্চ-এপ্রিল মিলিয়ে দেশের বেশিরভাগ জায়গার গড় তাপমাত্রাই ১-১.৫ ডিগ্রি বেশি থাকতে পারে। বিশেষ করে মধ্য ভারতে এর প্রভাব থাকবে। অন্যদিকে আবহবিদরা পূর্বাভাস দিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে গরমের পরিবেশ না থাকলেও পরবর্তী দিনে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।