Caronavirus Gold MarketBreaking News Others 

করোনাভাইরাস আতঙ্কে দেশের বাজারে সর্বাধিক শীর্ষে সোনার দাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে আন্তর্জাতিক বাজারে ৭ বছরের সর্বাধিক স্তরে পৌঁছে গেল সোনার দাম। শহরের বাজারে পাকা সোনার দাম হয়েছে ৪২,৮৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। যা সর্বকালীন রেকর্ড হল। জানা গিয়েছে, গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৪০,৮০০ টাকায়। সোনার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৯,২০০ টাকায়। চিনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধিতে ধাক্কা লাগতে পারে এই আশঙ্কায় লগ্নির নিরাপত্তা খুঁজতে বিনিয়োগকারীরা শেয়ার-ঋণপত্র ছেড়ে সোনা কিনতে আগ্রহী হচ্ছেন। এরফলে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ১৬০২ ডলারে পৌঁছে যায়। যা গত ৭ বছরের সর্বোচ্চ। আবার মুম্বই শেয়ার বাজার কয়েকদিন নিম্নমুখী থাকার পর ৪০০ পয়েন্ট লাফালেও টাকার বিনিময় দর কমে ডলার প্রতি ৭১.৫৬ টাকায় নেমে আসে। এরফলে, দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে যায়।

Related posts

Leave a Comment