আদিবাসী সমাজে শিক্ষার বিস্তার না-ঘটলে মুক্তি ঘটবে নাঃ অর্মত্য সেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আদিবাসী সমাজের মানুষদের বেশিরভাগই স্বল্প বয়স থেকেই রোজগারে নেমে পড়েন। শহর এবং গ্রামীণ এলাকায় প্রায় ৫৩ শতাংশ আদিবাসী মানুষের মধ্যে এমন প্রবণতা আকছার দেখা যায়। এর ফলেই শিক্ষা থেকে দূরে থাকতে বাধ্য হন ওই সমাজের বড় অংশের মানুষ। এমনকী নিজেদের জীবনের আইনি অধিকার সম্পর্কেও স্বচ্ছ ধারণা তৈরি হয় না। প্রতীচী ট্রাস্টের উদ্যোগে “লিভিং ওয়ার্ল্ড অফ দ্য আদিবাসিজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান অ্যাথনোগ্রাফিক এক্সপ্লোরেশন” শীর্ষক রিপোর্টে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর হলে এই রিপোর্ট প্রকাশ হয়। ওই অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন জানিয়েছেন, আদিবাসী সমাজে শিক্ষার বিস্তার না-ঘটলে এই সমস্যা থেকে তাদের মুক্তি ঘটবে না। কাজটিও খুব একটা কঠিন নয়। সমস্যাগুলি চিহ্নিত করে খুব সহজে সমাধান করা যায়। ওই অনুষ্ঠানে প্রতীচী ট্রাস্টের পক্ষে মানবী মজুমদার, কুমার রানা এবং এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ইশা মহম্মদ উপস্থিত ছিলেন। পাশাপাশি অরণ্যের অধিকার নিয়ে আদিবাসীদের জন্য বন আইন, শিক্ষার অধিকার সংক্রান্ত আইন এবং মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের মতো যে সব আইন রয়েছে, তার মাধ্যমে আদিবাসীদের সমস্যার সমাধান করার সম্ভাবনাও রয়েছে, রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।