সরলেন নির্মল, এলেন শান্তনু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ খোয়ালেন চিকিৎসক-বিধায়ক নির্মল মাঝি। নানা বিতর্ক আর জল্পনা উস্কে দিয়ে তিনি খবরের শিরোনামে উঠে আসেন।

কিছুদিন আগে পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করিয়ে রাজ্য-রাজনীতিতে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছিলেন। নির্মলবাবু যে পদ হারাতে পারেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল দলের অন্দরে। সেই জল্পনার সিলমোহর পড়ল বৃহস্পতিবার বারবেলায়। এনআরএসের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরলেও কলকাতা মেডিক্যাল কলেজের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। তাঁর জায়গায় এনআরএসে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে আসছেন দলেরই রাজ্যসভার সাংসদ-চিকিৎসক শান্তনু সেন।