ফের ব্যাঙ্কের লকার থেকে উধাও ২৫ লাখের গয়না
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিৎপুরের পর হেয়ার স্ট্রিট। ফের ব্যাঙ্কের লকার থেকে উধাও হল গয়না। চিৎপুরের মতো হেয়ার স্ট্রিট এলাকাতেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে এক গ্রাহকের গয়না উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

এক্ষেত্রে খোওয়া যাওয়া গয়নার দাম ২৫ লক্ষ টাকারও বেশি। ব্যাঙ্কের দুই আধিকারিক-সহ ৩ জন এই ঘটনায় জড়িত বলে সন্দেহ প্রকাশ করে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন হাসমুখরাই ডি পারেখ নামে এক বৃদ্ধ। উল্লেখ্য, কয়েক বছর ধরে স-পরিবারে তিনি মুম্বাইয়ে থাকেন। ভুক্তভোগী গ্রাহকের দাবি, ২০১৮ সালের ৪ জুনের পর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তিনি লকার খোলেন এবং দেখেন গয়না গায়েব। এ নিয়ে সংশ্লিষ্ট শাখায় অভিযোগ জানানো সত্ত্বেও তারা পদক্ষেপ না করায় বাধ্য হয়ে তিনি এদিন থানার দ্বারস্থ হয়েছেন।