trainBreaking News Others 

রেলের তৎকাল টিকিটে আন্তর্জাতিক দালাল চক্রের খোঁজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রেলের তৎকাল টিকিট শুরুর চার মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পুরো কোটা।এই ব্যাপারে একের পর এক অভিযোগ আসছে গ্রাহকদের থেকে।খতিয়ে দেখতে গিয়েই বেআইনি সফটওয়্যার ব্যবহার করে রেল টিকিটের আন্তর্জাতিক দালাল চক্রের খোঁজ পেল আরপিএফ ।আরপিএফ সূত্রে এ খবর জানা গিয়েছে।বেআইনি সফটওয়্যার ব্যবহার করে অবৈধ রেল টিকিটের কারবারে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি কলকাতা থেকে নদিয়ার বাসিন্দা জয়ন্ত ওরফে রাজু পোদ্দারকে গ্রেপ্তার করেছে আরপিএফ।সামনে এসেছে বাংলাদেশের জামাতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের যোগ থাকার তথ্য।এর মাস্টারমাইন্ড হামিদ আশরাফ দুবাইয়ে লুকিয়ে রয়েছে বলে সন্দেহ।এরপরেই বিষয়টি নিয়ে তেড়েফুঁড়ে নেমেছেন আরপিএফ কর্তারা।তার জেরেই প্রকাশ্যে এসেছে মিনিট কয়েকয়ের মধ্যেই তৎকালে টিকিট শেষ হয়ে যাওয়ায় চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে ট্রেনের তৎকাল কোটার টিকিট বুকিং শুরু সকাল ১০টা থেকে। নির্ধারিত যাত্রার একদিন আগে তা বুক করতে পারেন সংশ্লিষ্ট যাত্রীরা। আরপিএফের দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৬অক্টোবর মগধ এক্সপ্রেসের তৎকাল বুকিং শুরুর পর সকল ১০টা ২মিনিট ১৮সেকেন্ডেই ক্লোজিং হয়ে যায় ।অর্থাৎ ২মিনিট ১৮সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গিয়েছে তৎকাল কোটার টিকিট।ওই ট্রেনেই গত ২৭ অক্টোবর তৎকাল বুকিং শুরুর পর সকাল ১০টা ১মিনিট ৩৮সেকেন্ডেই ‘ক্লোজিং’হয়ে যায়। সম্পূর্ণক্রান্তি এক্সপ্রেসের গত ১৬নভেম্বরের হিসাব বলছে,তৎকাল টিকিট বুকিং শুরুর মাত্র ৪মিনিট ১১সেকেন্ডের মধ্যে যাবতীয় কোটা শেষ হয়ে গেছে।ওই একইদিনে স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের এসি ক্লাসগুলিতে তৎকাল বুকিং ‘ক্লোজিং’হয়েছে ১০টা ২মিনিট ২১সেকেন্ডে। অর্থাৎ ২মিনিট ২১ সেকেন্ডের মধ্যেই কোটা শেষ। আরপিএফ জানিয়েছে,বেআইনি সফটওয়ার এএনএমএস ও ম্যাকের কার্যকারিতা নষ্ট করে দেওয়ার পর উল্লিখিত ট্রেনগুলির এসি ক্লাসগুলিতে তৎকাল বুকিং ‘ক্লোজিং’কখনও হয়েছে রাত ৮টা ২১মিনিট ১৬ সেকেন্ডে,কখনো বিকাল সাড়ে তিনটার সময়.এই তথ্য চলতি বছরের ৮,৯এবং ১০ফেব্রুয়ারির।সেখানে অনলাইনেরটিকিট কাটতে ২মিনিট ৫৫সেকেন্ড লাগার কথা,সেখানে অবৈধ সফটওয়ার ব্যবহার করে ১মিনিট ৪৮সেকেন্ডে বুকিং হচ্ছে।

Related posts

Leave a Comment