ভাষা দিবসের আগে হতশ্রী ভাষা উদ্যান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতার খাসতালুক ধর্মতলায় নীল-সাদা রঙের ভাষা উদ্যানের তোড়ন। সেখানে ঢোকার মুখেই বিরাট আবর্জনার পাহাড়। নতুন সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে আন্তর্জাতিক ভাষা দিবস।

ভাষা উদ্যানের বেদী জরাজীর্ণ। বেদীর ওপরে লেখা “মোদের গরব, মোদের আশা/ আমরি বাংলা ভাষা” ঢাকা পড়েছে মোটা ধুলোর আস্তরণে। তোরণের চারদিক ময়লার স্তুপ। সেখানে দুর্গন্ধ এতটাই বেশি যে নাকে রুমাল চাপা না দিয়ে সেখানে যাওয়ার উপায় নেই। সেখানে জমে থাকা কালো দূষিত জল মশাদের আঁতুড়ঘর। ভাষা উদ্যান আলোকিত করার জন্য রয়েছে পাঁচটি বাতিস্তম্ভ অথচ নেই আলো।
আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের কয়েক ঘন্টা আগে উদ্যান পরিষ্কার করার তোড়জোড় শুরু হয়েছে। উল্লেখ্য, এখানে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে ভাষা শহিদ স্মারক সমিতি। এই সমিতিতে রয়েছেন কবি শঙ্খ ঘোষ, বিভাস চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাষা শহিদ স্মারক সমিতির সহ-সভাপতি আশীষ চক্রবর্তী জানান, “আমরা বার বার বলে আসছি। পুরসভা এখন কাজ করছে। মেট্রোর কাজের জন্য অক্ষরবৃক্ষটা নেই। তারা বলেছে, এটা ঠিক করে দেবে। আমরা চেষ্টা চালাচ্ছি, যাতে সব সময় উদ্যানটি রূপ পায়।”