Nabanna-3Lifestyle Others 

২০০০ নতুন পদে নিয়োগ রাজ্যে, নতুন চাকরির সুযোগের সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০০০ নতুন পদে নিয়োগ রাজ্যে। নতুন চাকরির সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। নবান্ন সূত্রের খবর, পুলিশ বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক দপ্তরে এই নিয়োগ করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিয়োগের ঘোষণার পাশাপাশি বৈঠকে পুলিশ বিভাগের পরিকাঠামোর আধুনিকীকরণের উপরও নজর দেওয়া হয়েছে। আবার অগ্রাধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামো প্রসারের দিকেও। রাজ্য সরকার পুলিশের টেলি-যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের উপরও বিশেষ নজর দিয়েছে। একথা মাথায় রেখেই পুলিশ বিভাগে টেলি ও ওয়্যারলেস অপারেটরের প্রায় ১২৫০টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

Related posts

Leave a Comment