white dolphinEnviornment Lifestyle 

সাগরের বিরাটাকৃতি সাদা ডলফিন উদ্ধার ইছামতীতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৭ফুট ৩ইঞ্চি একটি সাদা ডলফিন উদ্ধার হল ইছামতী নদী থেকে।বাদুড়িয়া থানার ইছামতীর পলতা ঘাট থেকে উদ্ধার হয়েছে এটি। বাদুড়িয়া এলাকার মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে গেলে সাদা ডলফিনটি তাদের নজরে পড়ে।বন দফতর সূত্রের খবর,প্রায় ৭ফুট ৩ইঞ্চি লম্বা বিরল প্রজাতির সাদা ডলফিনটি সুস্থ রয়েছে।তাকে ঝড়খালির ফরেস্টে নিয়ে যাওয়া হচ্ছে।পরে সাগরে ছেড়ে দেওয়া হবে।স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন,ইছামতীতে কালো রংয়ের ডলফিন দেখা গেলেও এই প্রথম সাদা ডলফিনের সন্ধান পাওয়া গেল।খাবারের সন্ধানে বঙ্গোপসাগর থেকে দিক ভুল করে ইছামতীতে ঢুকে পড়েছে সাদা ডলফিনটি,এমনটাই জানিয়েছে বনদফতর।

Related posts

Leave a Comment